Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd August ২০১৮

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে “আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2018-07-30

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় গত ২৮ জুলাই আসপাডা, ময়মনসিংহের প্রশিক্ষণ একাডেমীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে “আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ড. মোঃ শাহজাহান কবীর, মহাপরিচালক, ব্রি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুল মুঈদ, পরিচালক (সরেজমিন উইং), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; ড. মোঃ আনসার আলী, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা), ব্রি; ড. তমাল লতা আদিত্য, পরিচালক (গবেষণা), ব্রি এবং কৃষিবিদ ফারুক জাহিদুল হক, মহাব্যবস্থাপক (বীজ), বিএডিসি। কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শাহনাজ সুলতানা, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি। আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয় সম্পর্কে ময়মনসিংহ অঞ্চলের আওতাভূক্ত জেলাসমূহের উপ-পরিচালক, অতিরিক্ত উপ-পরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা, এসএএও ও কৃষক প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনা করেন। বন্যা সহিষ্ণু উন্নত জাতের আবাদ বৃদ্ধিকরণ এবং স্থানীয় জাতের ধানের মতো পানি সহিষ্ণু আমন ধানের উন্নত জাতের বীজ উদ্ভাবন ও সরবরাহ বৃদ্ধিকরণের জন্য  কর্মশালায় সিদ্ধান্ত গৃহীত হয়।

 

কর্মশালায় বিএআরআই, এসসিএ, বিএডিসি, বিনা, এটিআই, হর্টিকালচার সেন্টার, এসআরডিআই, আইএফএমসি, বীজ ব্যবসায়ী, ও কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।