রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সচিব জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। কৃষি সচিব উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যখন গ্রামে যাবেন নিজের পরিবার, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সাথে পুষ্টি সচেতনতার বিষয়ে শেয়ার করবেন। সুষম পুষ্টি গ্রহনের বিষয়ে তাদেরকে উৎসাহিত করবেন। তিনি আরও উল্লেখ করেন, পুষ্টি সমস্যা সমাধানে বর্তমানে সয়াবিনে ভিটামিন-এ ও চালে জিংক সংযোজন করা হয়েছে। এখন চিন্তা করা হচ্ছে আলুতে কোন ভিটামিন সংযোজন করা হলে পুষ্টি সমস্যা সমাধান করা যাবে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান ও জনাব এস এম শিবলী নজির, প্রকল্প পরিচালক, বারটান প্রকল্প। ১২ আগষ্ট ২০১৬ তারিখে অনুষ্ঠিত ১২-তম ব্যাচের দুইদিনব্যাপি এ প্রশিক্ষণে কৃষি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ ও বন বন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বানিজ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও বাংলাদেশ বেতারসহ সিনিয়র পর্যায়ের ৩০ (ত্রিশ) জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।