Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০১৬

চট্টগ্রামে সমাপ্ত হল তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা ২০১৬


প্রকাশন তারিখ : 2016-08-07

                             উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জনাব আ. জ. ম. নাছির উদ্দীন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন

৪ -৬ আগস্ট ২০১৬ তারিখ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম এর উদ্যোগে নগরীর আগ্রাবদস্থ খামারবাড়ী চত্ত্বরে অনুষ্ঠিত হল তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা ২০১৬। ৪ আগস্ট ২০১৬ বিকেল ৪ ঘটিকায় মেলাটির শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আ. জ. ম. নাছির উদ্দীন , মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম। ফিতা কেটে মেলাটি উদ্ভোধন করে তিনি বিভিন্ন কৃষি প্রযুক্তি কর্নার ও স্থাপিত স্টল সমূহ পরিদর্শন করেন এবং নব উদ্ভাবিত  বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবিত প্রযুক্তি সমূহ, পানি সাশ্রয়ী কৃষি প্রযুক্তি, নিরাপদ সবজি উৎপাদন, ছাদ কৃষি সহ  বিভিন্ন কৃষি প্রযুক্তি সম্পর্কে অবগত হন।  মেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এবারের প্রতিপাদ্য বিষয় ছিল - অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান। চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র জনাব আ. জ. ম. নাছির উদ্দীন ছাড়াও  বক্তব্য রাখেন বিশেষ অতিথি কৃষিবিদ মোঃ বছির উদ্দিন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম। মূল কারিগরী ও স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মোঃ আমিনুল হক চৌধুরী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম।

প্রধান অতিথি জনাব আ. জ. ম. নাছিরউদ্দীন তাঁর বক্তব্যে বলেন, দেশে এক সময় খাদ্যে ঘাটতি ছিল। মানুষ না খেয়ে কষ্ট পেয়েছে। কিন্তু জমি কমেছে অথচ মানুষ বহুগুন বাড়ার পরও দেশ এখন খাদ্যে উদ্ধৃত্ত। এ সফলতা কৃষকের আর কৃষির সাথে যে সকল দপ্তর জড়িত তাদের। সেই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনা আর দূরদর্শী সিদ্ধান্তের ফলেই খাদ্যে উৎপাদনে দেশের এ সফলতা এসেছে। চট্টগ্রামকে সবুজ নগরী করার যে স্বপ্ন আমরা দেখছি তাতেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে সাবির্ক সহায়তা করার মাধ্যমে চট্টগ্রামকে গ্রিন সিটিতে পরিনত করতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
তিনি  তাঁর বক্তব্যে সকলকে কৃষি উৎপাদনে সরকারের অর্জিত সফলতা ধরে রাখার পাশাপাশি দেশে যে জঙ্গীবাদ বিষয়ক সমস্যার উদ্ভব হয়েছে তা মোকাবিলায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার এবং  এর বিরুদ্ধে দল-মত-ধর্ম-বর্ন নির্বিশেষে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন জনাব মো. আজিজুর রহমান সিদ্দিকী, জেলা মৎস কর্মকর্তা প্রভাতী দেব, কৃষি গবেষনা ইনস্টিটিউট এর মূখ্য বিজ্ঞানী ড. আমিন, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক জনাব মো. জহিরুল ইসলাম, স্থানীয় ২৭ নং দক্ষিন আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলার জনাব এইচ এম সোহেল সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিগন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পক্ষ হতে চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরন করা হয়।  
৬ আগস্ট ২০১৬ সন্ধ্যা ৭ টায় মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম এর উপপরিচালক মো. আমিনুল হক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহনকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও সনদপত্র বিতরন করেন কৃষিবিদ মো. বছির উদ্দিন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল।