বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় কৃষি মন্ত্রণালয় প্রথম স্থান অর্জন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনের এ মেলা গত ১১ জানুয়ারি শেষ হযেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী দিনে জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ এবং সম্মানিত অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. কায়কোবাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আলহাজ মো. গাউস, ডিআইজি শেখ মারুফ হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমেন্দ্র নাথ বাড়ৈ, পুলিশ সুপার এস.এম. আক্তারুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস. এম. ইকবাল প্রমুখ। মেলায় সরকারি- বেসরকারি ১৪৪ টি স্টল স্থান পায়। এর মধ্যে ডিএই, এআইএস, ব্রি, বারি, বিএডিসি, এসআরডিআই, বিনা, বিএসআরআই এবং এসসিএ সমন্বিত স্টলে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি, ফসলের নব উদ্ভাবিত আধুনিক জাত প্রদর্শন করা হয়। এছাড়া জনবান্ধব সরকারের অন্যতম সাফল্য- কৃষি উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তনের তথ্যচিত্র এবং কৃষিসিনেমা মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানো হয়। এতে দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। মেলার সমাপনী দিনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের পক্ষে অতিথিদের হাত থেকে প্রথম পুরস্কার হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াছমিন।