ঢাকার ফার্মগেটস্থ আ.কা.মু. গিয়াসউদ্দিন মিলকী অডিটরিয়ামের কনফারেন্স রুমে ৩০মার্চ ২০১৭ তারিখে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের উদ্যোগে জৈব বালাই ব্যবস্থাপনা ও আইপিএম বিষয়ে নতুন প্রযুক্তি সম্প্রসারণে গবেষণা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হান্নান-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন; বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দিন ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান (পরিকল্পনা উইং) মো. আনোয়ার হোসেন। সভায় স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ উইংয়ের পরিচালক মো. মোবারক আলী।