Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মার্চ ২০২০

বরিশালে ডিএই রাজস্ব খাতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-03-08


 চলতি বছরের ডিএইর রাজস্ব খাতের এক প্রশিক্ষণ কর্মশালা ৬ মার্চ বরিশালের খামারবাড়িতে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএইর পরিচালক (সরেজমিন উইং) চন্ডী দাস কুন্ডু। তিনি বলেন, সরকারের লক্ষ্য অনুসরণ করা আমাদের প্রধান দায়িত্ব। সে হিসেবে অবশ্যই  নিরাপদ সবজি উৎপাদন করা দরকার। সে সাথে আশানুরূপ ফলন। আর তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বারি উদ্ভাবিত সর্বশেষ জাতগুলো মাঠে ব্যবহারের জন্য চাষিদের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করতে হবে।


অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম, বরিশালের উপপরিচালক হরিদাস শিকারী, ভোলার উপপরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ^র দত্ত, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. মোতালেব হোসেন, বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মো. আব্দুল অদুদ খান, পিরোজপুরের জেলা প্রশিক্ষণ অফিসার বিভাস চন্দ্র সাহা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান প্রমুখ।


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বানারিপাড়ার উপজেলা কৃষি অফিসার মো. অলিউল আলম। অনুষ্ঠানে কৃষকসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ছবি: অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডিএইর পরিচালক (সরেজমিন উইং) চন্ডী দাস কুন্ডু